Date : 2024-05-03

মানবসাগরে রূপান্তরকামী

নাজিয়া রহমান, সাংবাদিক : রূপান্তরকামী। সমাজের একাংশ মানুষের কাছে এই শব্দের গভীরে লুকিয়ে থাকা আসল পরিসরটাই অজানা। তাই একবিংশ শতাব্দীতেও এই রূপান্তরকামীদের লড়াই অব্যাহত।

নারী ও পুরুষ। চেনা এই দুই পরিসরের মধ্যে আরও একটি পরিসর আছে। রূপান্তরকামী। যাদের মধ্যে কেউ বহিরঙ্গে পুরুষ কিন্তু অন্তরে সে একজন নারী। আবার কেউ বাহ্যিক ভাবে নারী কিন্তু তার অন্তর আত্মা পুরুষের। সমাজের কাছে কিছুটা জটিল হলেও এটিই সমাজের একটি প্রতিষ্ঠিত সত্য। যে সত্য অস্বীকার না করলেও এখনও এদের দেখলে সমাজের একাংশের মানুষ ভ্রু কুঁচকায়। যেজন্য বহু মানুষই তাদের অন্তরের সত্ত্বাকে প্রকাশ করার সাহস পান না। আর যদি কেউ সাহস করে নিজেকে রূপান্তরকামী বলে সমাজের সামনে মেলে ধরে তাহলে তাঁকে শুনতে হয় নানা বাঁকা কথা।

আইনি জটিলতা কিছুটা কাটলেও এখনও রয়েছে নানা বাধা। যে বাধা দ্রুত কাটুক এমনই আশা রূপান্তরকামীদের।

রূপান্তরকামী হওয়ার জন্য কেউ পরিবারকে পাশে পাননি। কেউ পা পরিবারকে পাশে পেলেও শুনতে হয়েছে সমাজের তিরস্কার। শত যন্ত্রনা স্বত্ত্বেও তারা নিজেদের মত করে আনন্দে মেতে থাকেন। জীবনের মূল স্রোতে মাথা উঁচু করে লড়াই চালিয়ে যান।