নাজিয়া রহমান, সাংবাদিক : যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্বভার দেওয়া হল অধ্যাপক বুদ্ধদেব সাউ-কে। গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে ওই পদ নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপাচার্য না থাকাই সে পড়তে হচ্ছিল কর্তৃপক্ষকে এবার সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে বলে মত কর্তৃপক্ষের একাংশের। গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথমবর্ষের এক পড়ুয়ার। সেই ঘটনার ১০ দিন পর উপাচার্য নিয়োগ করা হল। উপাচার্য না থাকায় চলতি আবহে যে সব সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন ছিলা সেগুলি ঠিকমত হচ্ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বলছিলেন যেহেতু কোনও উপাচার্য নেই তাই ওইসব কাজ সামলানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। নির্দিষ্ট কিছু নির্দেশ কারোর পক্ষে দেওয়াই সম্ভবপর হচ্ছিল না। সিসিটিভি কোথায় বসবে, তার অর্থ কোথা থেকে আসবে সেরকম কিছু নির্দেশিকা দেওয়ার ক্ষেত্রে ঢিলেমি হচ্ছিল। তাই এবার উপাচার্য আসার ফলে সেই সমস্যার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে।
যাদবপুরের ছাত্র-মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। এই আবহেই অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন বুদ্ধদেববাবু। শনিবার রাতে রাজভবনের তরফে বুদ্ধদেববাবুকে নিয়োগের কথা জানানো হয়। রবিবার ছুটির দিন হওয়ার সত্ত্বেও তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন। কিন্তু সোমবার তাঁর উপাচার্যের দায়িত্ব ভার নেবেন। এতদিন উপাচার্য না থাকায় অনেক সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে। নতুন উপাচার্য অন্তবর্তী উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। কিছুটা বাধ্যবাধকতা থাকলেও সমস্যার কিছুটা সমাধান হবে বলে মত রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু র।