Date : 2023-09-22

৪ দিনের টানা ছুটি অগাস্ট মাসে। বেড়ানোর ভালো সুযোগ।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- ৪ দিনের টানা ছুটি অগাস্ট মাসে। শুনে অবাক হলেন তো। সকল সরকারি কর্মচারীদের জন্যে সুখবর। কিন্তু কিভাবে এই ছুটি সকলে পাবেন? জেনে নেওয়া যাক সেটি। অগাস্ট মাসে স্বাধীনতা দিবসের ছুটি নিয়ে নিলেই সরকারি কর্মচারীরা টানা ৪ দিনের ছুটি পেয়ে যাবেন।

১৫ ই অগাস্ট স্বাধীনতা দিবস হওয়ার জন্য ছুটি রয়েছে। ১৫ ই অগাস্ট পড়েছে মঙ্গলবার। পাশাপাশি ১২ ও ১৩ ই অগাস্ট যেটা শনিবার ও রবিবার হওয়ার জন্য অনেক সরকারি অফিস বন্ধই থাকে, এবং স্কুল ও কলেজেও শনিবার হাফ ছুটি ও রবিবার পুরো ছুটি থাকে। শুধুমাত্র সোমবার দিন ছুটি নিয়ে নিলেই টানা চার দিনের ছুটি। আর এই চারদিন ছুটিতে কলকাতার কাছাকাছি দিঘা, পুরী, মন্দারমনীর মতো ভ্রমণ স্থানে ঘুরে আসতেই পারা যায়। এছাড়া বর্ষার মরশুমে পরিবারের সঙ্গে ছুটির দিন কাটানো যেতে পারে।