শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নির্বাসনের জেরে সেদেশ থেকে আগামি বছরের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ সরিয়ে দেওয়া হল। আইসিসির তরফে এই সিদ্ধান্তের পর দঃ আফ্রিকায় আয়োজিত হবে আগামি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। কদিন আগেই সরকারি হস্তক্ষেপের জেরে শ্রীলঙ্কার গোটা ক্রিকেট বোর্ডকেই নির্বাসিত করে আইসিসির। অনির্দিষ্টকালের জন্য নির্বাসন হওয়ায় আগামি বছর জানুয়ারি মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটার তেমন কোনও সমভাবনা নেই। অগত্যা তাদের দেশ থেকে বিশ্বকাপ সরিয়ে দিল আইসিসি। অতীতে দঃ আফ্রিকায় ক্রিকেট বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বকাপ আয়োজন হয়েছে। আইপিএলও অনুষ্ঠিত হয়েছে সেদেশে। ফলে নিরাপত্তার দিক থেকে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। সেই কারণেই এত অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে সেদেশে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিল আইসিসি।