নাজিয়া রহমান, সাংবাদিক : ফের সাত সকালে শহরের রাস্তায় দেহ উদ্ধার। আর সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়াই শ্যামবাজার এলাকায়। ট্র্যাফিক পুলিশের কিয়স্কের পাশে দেহটি পড়ে ছিল। তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
খাস কলকাতায় রহস্যময় মৃত্যু।মঙ্গলবার সকালে শ্যামবাজার এভিএস স্কুলের বিপরীতে পুলিশ কিয়স্কের পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । মৃতের মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে পুলিশের অনুমান। পাশসপাশি প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মৃতদেহটির মুখ পাথর বা ইট জাতীয় ভারী কোনও বস্তু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রক্তের ছাপ রয়েছে। এভাবে পুলিশ কিয়স্কের সামনে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায়। একইসঙ্গে ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গেছে যুবকের বয়স ৩০এর আশেপাশে হবে। কার দেহ, কোথাকার বাসিন্দা কিছুই জানা যায়নি। তাকে আদোও খুন করা হয়েছে, না সে নিজে পড়ে গিয়ে আঘাত পেয়ে মৃত্যু। তা পুলিশ তদন্ত করে দেখছে।