সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ব্রিগেডে সভা হোক বা ইডেনে ক্রিকেট ম্যাচ। আইন- শৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষ করে কোনও এলাকায় ‘জ্যামার’ থাকলে পুলিশের নিজেদের মধ্যে বার্তা আদান- প্রদানে ব্যবহৃত ম্যানপ্যাক সিস্টেম অনেক সময়ই সমস্যার সৃষ্টি করে। এই পরিস্থিতির মোকাবিলা করতে কমিউনিকেশন পরিষেবাকে উন্নত করতে কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চের তরফে ‘কার মাউন্টেড হুইন্টচড মাস্ট’ নামে চলমান টাওয়ার আনা হল। যে কোনও পরিস্থিতিতে এই টাওয়ার ঘটনাস্থলে নিয়ে যাওয়া সুবিধাজনক বলে জানা গেছে। গাড়ির ছাদে ওয়েল্ডিং করে লাগিয়ে দেওয়া হবে এই টাওয়ার।
ঘটনাস্থলে গাড়ি গিয়ে পৌছনোর পর স্বয়ংক্রিয়ভাবে এক একটি পার্টে খুলে যাবে টাওয়ারটি। গাড়ির উপরে প্রায় ১০ ফুট উচ্চতা অব্দি দীর্ঘ হবে এই টাওয়ারটি। ১৫ লক্ষ টাকা ব্যয়ে কলকাতা পুলিশের তরফে আপাতত একটি কেনা হয়েছে ‘কার মাউন্টেড হুইন্টচড মাস্ট’, যার ওজন আনুমানিক ১০০ কেজি। এই টাওয়ার ব্যবহারের ফলে পুলিশের ম্যানপ্যাকের কমিউনিকেশন আরও উন্নত হবে। আগামী ২৫ শে ডিসেম্বর পার্ক স্ট্রিটের কার্নিভালে ‘কার মাউন্টেড হুইন্টচড মাস্ট’ ট্রায়াল হিসেবে ব্যবহার করা হবে। কয়েক মাস আগে ‘ম্যানুয়াল টেলেস্কোপিক মাস্ট’ নামে এই রকমই একটি টাওয়ার কেনা হয়েছিল। প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে, মাটি থেকে ৩০ ফুট উচ্চতার এই টাওয়ারটির কর্মক্ষমতা প্রায় একই। তবে এই টাওয়ার ইন্সটল করায় বেশ কিছু প্রতিবন্ধকতা থাকায় আরও উন্নত প্রযুক্তি নিয়ে আসা হল বলে পুলিশ সূত্রে জানা গেছে। ‘ম্যানুয়াল টেলেস্কোপিক মাস্ট’ কেনার পর দেশপ্রিয় পার্ক ও রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে ট্রায়াল দেওয়া হয়েছিল। তবে ‘ম্যানুয়াল টেলেস্কোপিক মাস্ট’- এর তুলনায় ‘কার মাউন্টেড হুইন্টচড মাস্ট’ অনেক বেশি সুবিধাজনক ও ব্যবহার উপযোগী হবে বলেই মনে করা হচ্ছে।