শীতের আমেজ বঙ্গ জুড়ে ক্রমশই নিম্নমুখী তাপমাত্রার পারদ। শীতকালে স্নান করা বেশ কঠিন অনেকের কাছেই। শীতকাল বেশ কিছু মানুষের ভরসার কারণ হয়ে ওঠে গিজার। এই গিজার ব্যবহার করতে গেলেও কিছু সাবধানতা অবলম্বন করা উচিত বলে মত বিশেষজ্ঞ মহলের। অনেক মানুষই আছেন যারা সস্তা জিনিস খোঁজার চেষ্টা করেন। গিজার এর ক্ষেত্রেও কম অর্থ ব্যয় কেনার চেষ্টা করেন। কিন্তু সেটা খুব ভয়ংকর হতে পারে সেটা কি জানেন? কম পয়সার গিজার বড় বিপদ ডেকে আনতে পারে।
গিজার ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখা প্রয়োজন যেগুলি, তা হল জল গরম হয়ে গেলেই গিজার বন্ধ করা উচিত। এটি না করা হলে গিজার ব্লাস্ট করতে পারে। তবে অটোমেটিক গিজারের ক্ষেত্রে জল গরম হওয়ার পরেই তা অটোমেটিক বন্ধ হয়ে যায়। গিজার কেনার সময়ে আইএসআই চিহ্নিত গিজার বেছে নিন। মেকানিকের সাহায্যেই গিজার বাথরুমে ইন্সটল করুন। নিজেরা কখনই লাগাতে যাবেন না। কারণ সঠিকভাবে গিজার ইন্সটল না হলে সেক্ষেত্রে বিপদ ঘটতে পারে। গত মরশুমের পর এটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়, তাহলে সার্ভিসিং ছাড়া গিজার ব্যবহার করবেন না। এছাড়াও, এটা মাথায় রাখবেন, গিজারের তার যদি তামার তৈরি না হয় তাহলে সেটি ফেটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই, গিজার লাগানোর পর দেখে নিন আর্থিং ঠিক আছে কি না।