Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বাংলাদেশের বেআইনি অভিবাসীদের কেন আটকে রাখা হয়েছে ? কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের। আটক বাংলাদেশিদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে রয়েছেন ফলে পশ্চিমবঙ্গ সরকারের কী করণীয় তা-ও জানাতে চায় শীর্ষ আদালত। ৬ ফেব্রুয়ারি কেন্দ্র এবং রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ।
  • ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে মোদী-ট্রাম্পের সাক্ষাতের সম্ভাবনা। ওই দিন ভারতের প্রধানমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ফ্রান্স সফর শেষ করে ১২ ফেব্রুয়ারি আমেরিকা পৌঁছবেন নরেন্দ্র মোদী। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আমেরিকায় থাকবেন তিনি।
  • বিপদে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল। হরিয়ানার সরকারের বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ তুলেছিলেন তিনি। সেই অভিযোগের বিরুদ্ধে হরিয়ানা পুলিশের কাছে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হল কেজরীর বিরুদ্ধে।
  • কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ। ব্যাহত শিয়ালদহ উত্তরের ট্রেন চলাচল। দমদম থেকে শিয়ালদহ পর্যন্ত দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। ডাউনে ৪ নং লাইনে ট্রেন চলাচল করতে পারছে না। বিকল্প হিসাবে ২ নং লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা। ইতিমধ্যেই বাতিল বেশ কিছু আপ ট্রেন। বিপাকে নিত্যযাত্রীরা।
  • ২০৫ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান। মঙ্গলবার টেক্সাস থেকে উড়েছিল বিমানটি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আঁটোসাঁটো নিরাপত্তা অমৃতসর বিমানবন্দরে।
  • বুধবার থেকে শুরু বাণিজ্য সম্মেলন। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দু’দিন চলবে এই সম্মেলন। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ ৫০০০ বিশিষ্ট অতিথি অংশ নেবেন সম্মেলনে। প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সম্মেলনে যোগদানের কথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের।
  • ৯ ফেব্রুয়ারি ফের পথে নামার আহ্বান আরজি করের নিহত চিকিৎসকের বাবা-মা-এর। ৯ ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন। ন্যায় বিচার না পাওয়ার ৬ মাস। ওই সমস্ত সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীকে প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ।
  • মহাকুম্ভের সঙ্গমঘাটে ডুব দিলেন প্রধানমন্ত্রী। কুম্ভস্নানের আগে যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকাবিহারও করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পরনে ছিল গাঢ় লালচে গেরুয়া জ্যাকেট, কালো ট্র্যাকপ্যান্ট। হাতে ছিল রুদ্রাক্ষের মালা।
  • নগর দায়রা আদালত থেকে পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার। মৃতের নাম গোপাল নাথ। জাস্টিস চন্দ্রানী মুখোপাধ্যায়ের গার্ড ছিলেন তিনি। দেহের পাশ থেকে উদ্ধার সার্ভিস গান। তদন্তে পুলিশ।
  • ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আপের দখলে ছিল ৬৭টি আসন। ভোট ছিল ৫৪ শতাংশের বেশি। বিজেপির দখলে ছিল ৩টি আসন। ভোট ছিল ৩২ শতাংশের বেশি। কংগ্রেস কোনও আসন পায়নি। ভোট ছিল ৯.৫ শতাংশের বেশি।
  • ২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আপ পেয়েছিল ৬২টি আসন। ভোট ছিল ৫৩ শতাংশ। বিজেপির দখলে ছিল ৮টি আসন। ভোট ছিল ৩৮.৫ শতাংশ। কংগ্রেস কোনও আসন জিততে পারেনি। ভোট ছিল ৪.২৬ শতাংশ।
  • তিন বাম দল পৃথক ভাবে আটটি আসনে লড়াই করছে। সিপিআই ছয়, সিপিএম দুই, সিপিআইএমএল লিবারেশন দুটি করে আসনে লড়াই করছে দিল্লি বিধানসভা নির্বাচনে। আলাদা করে ৩০টি আসনে লড়ছে অজিত পওয়ারের এনসিপি।
  • আপ, কংগ্রেস ও মায়াবতীর বিএসপি আসনেই লড়াই করছে। বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। বিজেপি একটি করে আসন ছেড়েছে জেডিইউ ও এলজেপি-কে।
  • দিল্লি বিধানসভা নির্বাচনে মোট প্রার্থী ৬৯৯ জন। মোট ভোটার ১ কোটি ৫৬ লক্ষ। বুথের সংখ্যা ১৩ হাজার ৭৬৬।
  • ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ৫৮টি অসংরক্ষিত ও ১২টি সংরক্ষিত আসন।
  • New Date  
  • New Time  
৭ জানুয়ারি সমাবেশ হবে ব্রিগেডেই : হুংকার মোহাম্মদ সেলিমের

23
November 2023

৭ জানুয়ারি সমাবেশ হবে ব্রিগেডেই : হুংকার মোহাম্মদ সেলিমের

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক :- ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ। নবান্নের অঙ্গুলি হিলনেx ব্রিগেড সমাবেশে আপত্তি তোলা হচ্ছে, এমনটাই দাবি সেলিমের। কিন্তু ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ হবেই। বুধবার সাংবাদি সম্মেলনে এই মর্মে স্পষ্ট ঘোষণা করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

ডিওয়াইএফআই’র ডাকে রাজ্য জুড়ে চলছে ‘ইনসাফ যাত্রা’। ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে এই যুব সংগঠন। তিনি বলেন, আগে থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এ সমাবেশের অনুমতি নিয়ে রেখেছে যুবরা। সবরকম প্রশাসনিক কাগজ তারা জমা দিয়েছে। এখন নবান্নের চাপে কলকাতা পুলিশকে দিয়ে বলানো হচ্ছে ওই দিন মাঠ দেওয়া যাবে না। সিপিআই(এম) রাজ্য সম্পাদক সেলিম আরও বলেন, পুলিশ এর আগে ধর্মতলায় ইনসাফ সমাবেশ করতে অনুমতি দেয়নি। কিন্তু তাসত্বেও ইনসাফ সমাবেশ সেখানেই করা হয়। এবারও ব্রিগেডেই সমাবেশ হবে। এই সমাবেশে শুধু ডিওয়াইএফআই’র কর্মী সমর্থকরা নয়, থাকবে যুবরা,পড়ুয়া, মহিলা, কৃষক, শ্রমিক, খেতমজুর সবাই এই সমাবেশে অংশ নেবেন।

রাজ্যে শিল্প সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সেলিম। মোহাম্মদ সেলিম বলেন, ২০১১- র থেকে কত বিনিয়োগ প্রস্তাব এসেছে, কত বিনিয়োগ বাস্তবে হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য। নিয়োগ হচ্ছে না সবাই অন্য রাজ্যে শ্রমিকের কাজে চলে যাচ্ছে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে এবং ভিন্ন রাজ্য দিয়ে কফিনে করে ফেরত আসছে আমাদের বাংলার ছেলেরা। কর্মসংস্থান কোথায়? সরকারি, বেসরকারি সব চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে। কেন্দ্রের সরকার যেমন রেল, ব্যাঙ্ক পোস্ট অফিসে স্থায়ী পদ তুলে দিচ্ছে। রাজ্যের সরকারও স্থায়ী পদে নিয়োগ করছে না।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​