Date : 2024-04-29

Highcourt News : বিজেপির ভিক্টোরিয়া হাউসের সামনে সভার ভবিষৎ ঝুলেই রইলো।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : ধর্মতলায় বিজেপি কর্মসূচি নিয়ে মামলার শুনানি শুক্রবার করা হবে। জানালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। বৃহস্পতিবার রাজ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে। রাজ্যের আইনজীবী কিশোর দত্তের সওয়াল, আগামী ২৯ নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় বিজেপি। ওই জায়গাটি কোনও কর্মসূচির জন্য নয়। শুধুমাত্র একটি কর্মসূচি করা হয়। গত ৩০ বছর ধরে সেটি হয়ে আসছে। বিজেপির আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের সওয়াল, ওই স্থানে রাজ্যের শাসকদল রাজনৈতিক কর্মসূচি করে। বিজেপিও করতে চায়। সেখানে অসুবিধার কী রয়েছে।

এদিকে আজই রাজ্য সরকারের পক্ষ থেকে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রিপোর্ট জমা দেওয়ার কথা। কেন রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি র সভার আগের দিন ডিভিশন বেঞ্চে শুনানি জন্য আবেদন জানিয়েছে।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, শুক্রবার প্রথমেই ওই মামলাটির শুনানি করা হবে।