আইপিএলে খেলা হবে না ইংল্যান্ড পেসার জোফ্রা আর্চারের। সামনের বছরই রয়েছে টি20 বিশ্বকাপ। সেখানে এই তারকা পেসারের প্রয়োজন বোধ করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশেষ করে সাম্প্রতিক সময় ইংল্যান্ড দলের খারাপ পারফরমেন্সের পর তার অভাব অনুভব করাটাই স্বাভাবিক বিষয়। আর্চারের না থাকা, ভারতের মাটিতে ব্যাপক ভাবে ভুগিয়েছে ক্রিকেট বিশ্বকাপে। ইংল্যান্ড দলের অবস্থা একটা সময় এতটাই করুণ হয় পড়েছিল, যে আগামি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা থাকবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। যদিও কোনও মতে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করে। আগামি টি20 বিশ্বকাপে যাতে ফুল ফিট আর্চারকে পাওয়া যায়, তাই তার ওয়ার্কলোডকমানোর জন্য স্পষ্টভাবে তাকে আইপিএল খেলার বিষয় নিষেধ করা হয়েছিল। বোর্ডের কথা মতোই আইপিএল থেকে সরে দাড়াচ্ছেন এই তারকা পেসার।