ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : মেডিক্যাল রিপোর্ট বিকৃত করা হচ্ছে অভিযোগ ইডির।সুজয় কৃষ্ণ ভদ্র জামিন সংক্রান্ত মামলায় ইডি জানায়,sskm এ কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট বিকৃত করা হচ্ছে।আগামীকাল কাকু কে নিয়ে যাওয়া হবে ESI তে। অন্তর্বর্তী জামিনের শুনানি আগামী ১৯ ডিসেম্বর।সেই দিন কাকুর শারীরিক অবস্থানের রিপোর্ট দিতে হবে ইডিকে।
ইডির পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি:–সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন জামিন নয়, জামিনের বিষয় বিচার করতে হবে। সংবাদ মাধ্যমের পরিষ্কারভাবে দেখা গেছে সে সোফায় বসে গল্প করছে কিন্তু এসএসকেএম বলছে যে সে সুস্থ্য নয়।
সুজয় কৃষ্ণের আইনজীবী কিশোর দত্ত:–হার্টের অপারেশনের পর সে জেলে গেছিল কিন্তু সেখানে বমি শুরু হয়। বাধ্য হয়েই তাকে ফের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়।
ফিরোজ এডুলজি:–মেডিকেল সার্টিফিকেট সব ম্যানুফ্যাকচার করা হচ্ছে।
শনিবার ফের তাকে ইএসআই তে নিয়ে যাওয়া হোক।
বিচারপতি ইডিকে বুলেট পয়েন্ট দিন সেদিন অন্তর্বর্তী জামিন এবং তার চিকিৎসা সংক্রান্ত বিষয় । সওয়াল করুন। পরবর্তী শুনানি ১৯শে ডিসেম্বর।