সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্র নগর থানা এলাকার সীমান্তবর্তী গঙ্গা থেকে উদ্ধার নিখোঁজ ব্যবসায়ীর দেহ। গত বৃহস্পতিবার প্রিন্সেপ ঘাটের কাছে জাজেস ঘাটে নিজের গাড়ি ও জুতো খুলে গঙ্গায় ঝাঁপ দেয় সন্দীপন প্রামানিক নামে ওই ব্যবসায়ী। তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। “মৃত্যু জন্য কেউ দায়ী নয়” বলে উল্লেখ থাকে সুইসাইড নোটে। বৃহস্পতিবার রাত থেকে ডুবুরি নামিয়ে খোঁজা হলেও ব্যবসায়ীর দেহের হদিশ পাওয়া যায়নি। পরের দিন সকাল থেকেও ডুবুরি নামিয়ে খোঁজা হয়।
শনিবার অব্দি গঙ্গায় খোঁজ করলেও দেহ পাওয়া যায়নি। এরপরই সাউথ পোর্ট থানার তরফ থেকে আশেপাশের এলাকায় খবর দেওয়া হলে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্র নগর থানা এলাকার সীমান্তবর্তী গঙ্গা থেকে দেহ উদ্ধার করা হয়। রবীন্দ্র নগর থানা ও কলকাতার রিভার ট্রাফিক পুলিশ পশ্চিম বন্দর থানাকে জানালে পশ্চিম বন্দর থানা দক্ষিণ বন্দর থানাকে খবর দেয়। পুলিশ ও ব্যবসায়ীর ছেলে শ্যানন প্রামানিক দেহ শনাক্ত করে। পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়। মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।