ফুটবলে দাপিয়ে খেলেছিলেন দীর্ঘদিন জাতীয় দলের হয়ে। এবার নাম লিখিয়েছিলেন রাজনীতিতে। প্রথমবারেই কেল্লাফলে। ছক্কা হাকিয়ে মিজোরামের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে হারিয়ে বিধায়ক পদে জয়ী হলেন প্রাক্তন জাতীয় ফুটবলার জেজে লালপেকলুহা। খেলেছিলেন কলকাতার প্রধান ক্লাবে। ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান, দাপিয়ে বেড়িয়েছেন কলকাতা ময়দান। সবুজ মেরুন জার্সিতে জিতেছেন আইলিগ। চেন্নাইয়িন এফসির হলুদ জার্সিতে জিতেছেন আইএসএল। ভারতীয় দলের নিল জার্সিতে জিতেছেন ভুরি ভুরি ট্রফি। ফুটবল কেরিয়ারের হারতে না জানা জেজে রাজনৈতিক কেরিয়ারেরও শুরু করলেন জয় দিয়েই। দক্ষিণ তুইপুই আসন থেকে জয়ী হলেন জেজে। এক সময় রাজনীতি থেকে শতহস্ত দুরেই থাকতেন। কিন্তু মত বদলায় ভাইচুং ভুটিয়া, কল্যাণ চৌবে, দীপেন্দু বিশ্বাস, প্রসুন বন্দ্যোপাধ্যায়ের মতো তাবর ফুটবলারদের রাজনীতির ময়দানে আসতে দেখে। এরপরই জেডপিএমের হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। কারণ চোটে চোটে ফুটবল ময়দান থেকে অনেকটাই দুরে চলে গেছিলেন এই মিজো ফুটবলার। আর প্রথমবারের ভোটেই জয়। অনুভুতিটাই অন্যরমকম। আর প্লাস নিউজের পক্ষ থেকে তাকে ফোনে জিজ্ঞাসা করা হয়েছিল কোন কাজটা কঠিন। মাঠে ফুটবল খেলা না রাজনীতির ময়দানে মানুষের কাজ করা। ছোট্ট উত্তরে জেজে বুঝিয়ে দিলেন তার কাজ সমর্থকদের মুখে সব সময় হাসি বজায় রাখা। দ্বিতীয় ইনিংসেও জেজে সফল হোক, এই আশা ফুটবল ময়দানের।