Date : 2024-02-24

জ্যোতিপ্রিয়ের মামলায় ফের SSKM হাসপাতালের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ ইডির।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : এসএসকেএমকে বিশ্বাস করি না আদালতে সওয়াল ইডির আইনজীবীর। হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে কি সিসিটিভি প্রয়োজন আগামী কাল হাইকোর্টে জানাবে ইডি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন বাইরে কেন্দ্রীয় বাহিনী থাকলেও কি সিসিটিভির প্রয়োজন আছে? CRPF কে কি ইডি বিশ্বাস করে না, প্রশ্ন বিচারপতির।
হাসপাতালে ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং এই মর্মে ইডি নিম্ন আদালতে মামলা করে। নিম্ন আদালত সম্মত্তি দেয় ইডির আর্জিতে।
এর বিরুদ্ধে হাইকোর্টে আসেন জ্যোতি প্রিয়। ইডি কে বিচারপতি জানান, “CISF নিরাপত্তা দিচ্ছি। তাকে কি বিশ্বাস করেন না? “
ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, বালু গ্রেফতার হয়েছেন। ওনার কি প্রাইভেসি আছে? এস এস কে এম কে বিশ্বাস করিনা। মেডিকেল রিপোর্ট দেওয়া হয়নি। তাই সিসিটিভি আছে।
বিচারপতি বলেন, “রেজিস্ট্রার থাকবে। সবাইকে দেখা করতে দেবেন না। সুজয় কৃষ্ণ ভদ্রের সময় আপনারা এই নির্দেশে বাধা দেন নি”। কারা দেখা করছেন সেটা রেজিস্ট্রারে থাকবে।
বালুর আইনজীবী মিলন মুখার্জি… জেলের নিজস্ব আইন আছে যারা অসুস্থ তাদের জন্য। কারা দেখা করতে পারবেন ইত্যাদি। সেটা এখানেও মানা হোক।
এরপরই বিচারপতি আগামীকাল ইডিকে এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ আনতে বলেন। আগামীকাল ফের শুনানি।