Date : 2024-04-28

Bengal Politics : জাতীয় সঙ্গীতের অবমাননা !১২ বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বুধবার বিধানসভায় জাতীয় সঙ্গীত চলাকালীন শুভেন্দু অধিকারীর মুখে “চোর চোর” স্লোগান নিয়ে জলঘোলা হয়েছিল। শুভেন্দু অধিকারী সহ ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধানসভার সচিব সুকুমার রায়। রাজ্যের উচ্চ আদালতের নির্দেশ রয়েছে, কোনও এফআইআর-এ শুভেন্দু অধিকারীর নাম রাখা যাবে না। তাই অভিযোগ পত্রে বিরোধী দলনেতার নাম থাকলেও নেই এফআইআর-এ নাম। যদিও এফআইআর-এ নাম রাখার জন্য আদালতের দ্বারস্থ হতে চলেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বিধানসভার সচিবের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাইভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। সঙ্গে রয়েছে অন্যান্য অভিযোগও। বিজেপি বিধায়কদের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় শুভেন্দু অধিকারী ছাড়াও রয়েছে মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, নীলাদ্রি শেখর দানা, মিহির গোস্বামী, সুদীপ মুখোপাধ্যায়, মালতি রাভা রায়, চন্দনা বাউড়ি, মনোজ কুমার ওরাওঁ, সুমন কাঞ্জিলাল, দীপক বর্মন ও হীরন্ময় চট্টোপাধ্যায়। যদিও এই তালিকায় অনেকেই ছিলেন না সেদিন বিধানসভায় বলে জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি এই প্রসঙ্গে আরও বলেন, আমরা হাইকোর্টে রিট করছি

। প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা ছিল ধর্মতলায়। এদিনই বিধানসভায় কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ধর্নায় বসেছিলেন তৃণমূলের বিধায়করা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্বরাষ্ট্র মন্ত্রীর সভা শেষ হওয়ার পর বিজেপি বিধায়করা বিধানসভায় যান। বিধানসভায় গান্ধী মূর্তির পাদদেশে চলছিল তৃণমূলের ধর্ণা। সেখানেই তৃণমূল জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বিজেপি চিৎকার করে এবং জাতীয় সঙ্গীত অবমাননা করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তালিকায় নাম থাকা বিজেপি বিধায়কদের ডাকা হতে পারে হেয়ার স্ট্রিট থানায় বলে জানা গেছে