ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : বিধানসভায় জাতীয় সংগীতের অবমাননার মামলায় ১০ জানুয়ারির মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ।
১৭ জানুয়ারি পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবেনা।নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।
তৃণমূল বিধায়কদের শ্লোগান গলি মে সোর হ্যায় নরেন্দ্র মোদি চোর হ্যা বলতে বলতে হটাৎ করে জাতীয় সংগীত গাওয়া, এভাব দেশকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে? প্রশ্ন মামলাকারীর আইনজীবীর।
বিচারপতি বলেন জাতীয় সংগীতকে অস্ত্র হিসাবে ব্যাবহার করা যায়না।
রাজ্যের অভিযোগ মিথ্যা নয়।কিন্তু এই দিয়ে কোনো এফয়াইয়ার করা যায়না।
মামলাকারী হলফনামা দিয়ে জানিয়েছে, শাসক দল আগে থেকেই একটা ধর্না কর্মসূচি করছিল। সেখানে বিজেপি লোক আসতেই তাদের দেখে হটাৎ করে জাতীয় সংগীত গাওয়া হয়।এটাকে অস্ত্র হিসাবে ব্যাবহার করা হচ্ছে।
রাজ্যের তরফে আইনজীবী কিশোর দত্ত এদিন আদালতে বলেন, যে কর্মসূচি চলছিল সেখানে ঘোষণা করা হয়েছিল এরপর জাতীয় সংগীত গাওয়া হবে।
তার সত্ত্বেও বিজেপি বিধায়করা জাতীয় সংগীতের অবমাননা করেছে। ফলে এতে অভিযোগ দায়ের হতেই পারে।
বিচারপতি, সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা জানার জন্য এর তদন্ত করা জরুরি। আদালতে হলফনামা দিয়ে পুরো জিনিসটা রাজ্য জানাক তারপর মামলা শুনবো।
কিন্তু রাজ্যের আইনজীবী কিশোর দত্ত এখনই মামলা শোনার আর্জি জানান।