Date : 2024-04-28

CM Mamata Banerjee : স্বাস্থ্য ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ। প্রধানমন্ত্রী কে চিঠি মুখ্যমন্ত্রীর

সঞ্জু সুর, সাংবাদিক : বুধবার দণ্ড সংহিতা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এর চিঠি অবশ্য জাতীয় স্বাস্থ্য মিশনে রাজ্যের টাকা আটকে রাখা প্রসঙ্গে। মুখ্যমন্ত্রীর অভিযোগ শুধুমাত্র নির্দিষ্ট একটি রঙে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে রং না করার কারণে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর।

১০০ দিনের কাজের বকেয়া, আবাস যোজনার বকেয়া, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ক্ষতিপূরণ সংক্রান্ত বকেয়া সহ একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেশ কয়েকবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়গুলোর সুরাহা এখনো হয়নি। এর মধ্যেই বৃহস্পতিবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরেকটি চিঠি চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে অভিযোগ করে তিনি লিখেছেন, অতি সম্প্রতি তিনি জানতে পেরেছেন যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রাজ্যের (পশ্চিমবঙ্গ) জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন টাকা দেওয়া বন্ধ করে রেখেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এই বিষয়ে যে যে নির্দেশিকা দিয়েছে তার সবগুলোই রাজ্য সরকার পালন করেছে। তবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে একটি নির্দিষ্ট রঙে রং করার যে নির্দেশ, সেটা মানা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ হিসাবে তিনি বলেছেন যে রাজ্যে ২০১১ সাল থেকে এখনো পর্যন্ত মোট প্রায় ১১ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যেখানে প্রতিদিন গড়ে প্রায় তিন লক্ষ মানুষকে চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। গত ১২ বছর ধরে গড়ে তোলা এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিকে রাজ্য তার নিজের রঙের প্রলেপ দিয়েছে। এখন কেন্দ্রের নির্দেশ মতো সেগুলোকে পুনরায় নতুন করে রং করতে গেলে আরো অনেক টাকা প্রয়োজন যেটা শুধুমাত্র রং করার কারণে ব্যয় করা ঠিক নয়। শুধুমাত্র একটি নির্দেশ না মানার কারণে এইভাবে রাজ্যের গরিব মানুষের চিকিৎসার টাকা আটকে রাখা কতটা যুক্তিযুক্ত ? এই প্রশ্ন তুলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়ে টি দেখার জন্য আবেদন জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।