সুচারু মিত্র, সাংবাদিক : বিধান সভা থেকেই ইতি মধ্যেই সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তা নিয়ে লাগাতার প্রতিবাদ চলছে বিধান সভার অন্দরে এবং বাইরে। বিজেপি বিধায়করা বারবার বলছেন অগণতান্ত্রিক ভাবে শুভেন্দু অধিকারীকে বাদ দেওয়া হয়েছে।বিধান সভার ভেতরে তিনি মানুষের কথাই বারবার বলার চেষ্টা করেন।আর অন্যায় ভাবে তাকে সাসপেন্ড করা হয়। বিধান সভার বাইরেও একই রকমভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিজেপি।সোমবার বিধান সভার বাইরে থেকে মিছিল করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ধর্না করলেন রেড রোডে বি .আর আম্বেদকর এর মূর্তির সামনে, আর প্রত্যেকের পরনে যে টি-শার্ট ছিল তাতে স্লোগান লেখা
“মমতা চোর” আর সেই স্লোগানকে সামনে রেখেই ধর্না কর্মসূচি হয় বি.আর আম্বেদকরে । কিন্তু এই কর্মসূচির পর এবার নতুন করে বিপাকে শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়করা। হেয়ার স্ট্রিট ময়দান থানায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হলো – মুখ্যমন্ত্রীর চেয়ারকে অসম্মান করেছে বিজেপি, চোর স্লোগান লেখার দিসাত পড়ে মুখ্যমন্ত্রীর চেয়ারকে অসম্মান করা হয়েছে, এই মর্মে অভিযোগ করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের তরফে। ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূলের তরফে এফ.আই.আরে (FIR) সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এখন দেখার জাতীয় সঙ্গীত অবমাননার তদন্তের পর এবার পুলিশ এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া কোনদিকে এগিয়ে নিয়ে যায়।