Date : 2024-04-29

Kolkata In Festive Mood : শীতের বিকেলে রামধনু রঙে সাজল শহর

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ১৮ বছর ধরে কলকাতার রাস্তা সাতরঙে সেজে ওঠে। এলজিবিটিকিউ কমিউনিটির মানুষরা এই একটা দিন উদযাপন করে কলকাতা প্রাইড ওয়াকের। এই বছরও অন্যথা হয়নি। রবিবারের শীতের বিকেলে পার্ক সার্কাস ময়দানের সামনে থেকে হাজার হাজার মানুষ হেঁটে চলে পার্ক স্ট্রিটের রাস্তা ধরে ময়দানের দিকে।

এলজিবিটিকিউ কমিউনিটির মানুষরা ছাড়াও সাতরঙা এই ৱ্যালিতে পা মেলায় বহু সাধারণ মানুষ এমনকী বেশ কিছু জনপ্রিয় মুখ। গত ১৮ বছর ধরে কলকাতা প্রাইড ওয়াক হয়ে এলেও এর সূচনা আরও আগে। ১৯৯৯ সালের ২রা জুলাই দেশে প্রথম আয়োজন হয়েছিল এই ওয়াকের। শুধু দেশ নয়, সমগ্র দক্ষিণ দেশের সেটি ছিল প্রথম প্রাইড ওয়াক। ১৯৬৯ সালের জুন মাসে নিউ ইয়র্কের ম্যানহাটনে ‘স্টোনওয়াল ইন’-এ সমকামীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে ১৯৭০ সালে আমেরিকার বিভিন্ন শহরে শুরু হয় প্রাইড ওয়াক। সমলিঙ্গের মানুষরা প্রাইড ওয়াকের মধ্যে দিয়ে এক আন্দোলনের সূচনা করেছিল। নিজেদের অধিকারের আন্দোলন শুরু হয়। সমকামকে বিভেদের দৃষ্টিতে না দেখে সমাজের মধ্যে অঙ্গীভূত হওয়া বৈচিত্র্যের দৃষ্টিতে দেখার আন্দোলন শুরু হয়। ২০১৮ সালের ৬ই সেপ্টেম্বর, ১৫৭ বছর ধরে সমলিঙ্গের অধিকার নিয়ে লড়াই করা মানুষদের জয় বা আইনি স্বীকৃতি পাওয়া গেলেও এখনও মানুষ সমকামকে বাঁকা দৃষ্টিতেই দেখে বলে মনে করেন এদিনের ৱ্যালিতে হাঁটা একাধিক মানুষ। আগামী দিনে সমকামকে খোলামেলা বিষয় করার জন্য নাগরিক সমাজের সক্রিয়তা আরও প্রয়োজন বলে মনে করা হচ্ছে।