Date : 2024-04-29

Narendra Modi : বেজে উঠবে কুড়ি হাজার শঙ্খ, লক্ষ্য কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী

সুচারু মিত্র, সাংবাদিক : ক্রিসমাসের আগে ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান।যে অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ।‌ কুড়ি হাজার শঙ্খ ধ্বনিতে মুখরিত হবে ব্রিগেড প্যারেট গ্রাউন্ড। গীতার পাঁচটি অধ্যায় পাঠ করা হবে লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে।সমস্ত রকম প্রস্তুতি প্রায় শুরু হয়ে গিয়েছে।

২০ তারিখ থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হতে চলেছে ব্রিগেডে। ইতিমধ্যেই সাধুরা সমাগম করে ফেলেছেন। আর শুধু সময়ের অপেক্ষা, ২৪ তারিখ সকাল ৯ টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যেমন থাকবেন শঙ্করাচার্য, থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন রাজ্যপাল সি. ভি আনন্দ বোস।একই সঙ্গে শোনা যাচ্ছে আমন্ত্রণ করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।তবে তিনি‌ উপস্থিত থাকবেন কী না ,তা নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে।গীতা পাঠ অনুষ্ঠান‌ নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। ব্রিগেড চত্ত্বরে বিশালাকার মঞ্চ করা হচ্ছে। কুড়ি হাজার শঙ্খের ধ্বনিতে মেতে উঠবে গোটা মঞ্চ এমনটাই জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে হিন্দুত্বের আবেগকে সামনে রেখেই এই অনুষ্ঠান বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, আর সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে (Narendra Modi ) হাজির করানো অত্যন্ত সুকৌশলে রাজনৈতিক ভাবে করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।২০২৪ এর লোকসভা ভোটের আগে ব্রিগেডে এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।‌ গতবার লক্ষ কন্ঠে গীতা পাঠ হয়েছিল মায়াপুরে,এবারে ব্রিগেডে হতে চলেছে এই অনুষ্ঠান।