বিতর্ক আর তিনি, যেন সমার্থক শব্দ। কদিন আগেই গৌতম গমভিরের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার শ্রীসন্থ। বিশ্বকাপজয়ী দুই সদস্য ব্যাপক বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। ম্যাচ শেষে সোশাল মিডিয়ায় লাইভ করে বসেন শ্রীসন্থ। সেখানে তিনি দাবি করেন তাকে কটু কথা বলেছেন গৌতম। শুধু তাই নয়, অতীতে ম্যাচ ফিক্সিং কান্ডের কথা মনে করিয়েও নাকি তাকে খোটা দেন গৌতম। এরপরই রেগে মেগে সোশাল মিডিয়ায় লাইভ করে বসেন শ্রীশন্থ। কিন্তু লেজেন্ডস লিগের আইন বলছে, নিয়ম অনুযায়ি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি কোনও ক্রিকেটারই ওভাবে মুখ খুলতে পারেনা। আর্থাত্ প্রতিযোগিতায় নিয়ম না মানায় শ্রীশন্থকে আইনি নোটিয় পাঠাল প্রতিযোগিতার আয়োজকরা। সেই নোটিসে উল্লেখ করা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সোশাল মিডিয়া থেকে তার সেই ভিডিও সরিয়ে নিচ্ছেন শ্রীসন্থ, ততক্ষণ তার সঙ্গে কোনও কথা বলাই সমভব নয় লিগ কর্তৃপক্ষের তরফ থেকে। এরপর গৌতম গমভির একটি পোস্ট করেন সোশাল মিডিয়ায়। সেখানে তিনি নিজের একটা হাস্যমুখে ছবি পোস্ট করেন। এরপরই তাতে কমেন্ট করেন শ্রীসন্থ। তিনি লেখেন, এতদিন তোমায় এবং তোমার পরিবারকে যথেষ্ট সম্মান করতাম। কিন্তু আমায় ফিক্সার বলার পর থেকে তোমার প্রতি সম্মান এক ঝটকায় চলে গেছে। আম্পায়ারের সঙ্গে লড়াই করেছো বহুবার। কাউকে সম্মান করো না। নিজেকে কি তুমি সুপ্রিম কোর্টের থেকেও ওপরে ভাবতে শুরু করেছো, গৌতমকে প্রশ্ন শ্রীসন্থের।