Date : 2024-05-02

What’s New In Politics : শাহের সভায় ড্রপ বক্সে পড়ল লক্ষাধিক আবেদন, তবে জমায়েত নিয়ে দ্বন্দ্ব বিজেপির অন্দরে

সুচারু মিত্র,সাংবাদিক : তৃণমূলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্মতলায় অমিত শাহের সমাবেশের পর ড্রপ বক্স খুলে দেখা গেলো একাধিক আবেদন – কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন এরকম প্রচুর মানুষ বিজেপির ড্রপ বক্সে তাদের আবেদনপত্র ফেলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে একাধিক বিষয়ে এবং যেটা জানা যাচ্ছে প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষ কলকাতায় অমিত শাহের সমাবেশের দিন ড্রপ বক্সে তাদের অভিযোগ জানিয়েছেন।কিন্তু অন্য দিকে অমিত শাহের সভা হয়ে গেলেও বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বেড়েই চলেছে, তৃণমূলের পাল্টা হিসাবে দেখা হয়েছিল বিজেপির ২৯ শে নভেম্বরের ভিক্টোরিয়া হাউসের সামনে এই সভাকে। কিন্তু দেখা গেল সভায় লোক তৃণমূলের থেকে অনেকটাই কম হয়েছে।একে অপরকে দোষারোপ করা শুরু করেছে।কেউ কেউ আবার বলছে সঠিক সময়ে আমন্ত্রণ আসেনি।এবার বিজেপির সভায় আসার জন্য নেতাদের আমন্ত্রণের দায়িত্ব পড়েছিল লকেট চট্টোপাধ্যায়ের ওপর।তার দপ্তর থেকেই ফোন‌ গেছিল‌ অনেকের কাছে, তবে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ অভিযোগ করেছেন- এমন সময় তাকে জানানো হয় যখন আর তার পক্ষে গিয়ে সভায় যোগ দেওয়া সম্ভব নয়। এদিকে অন্য দিকে অনুপম হাজরাও প্রথম থেকেই ক্ষুব্ধ আমন্ত্রণ না পাওয়া নিয়ে, ফলে অমিত শাহের সমাবেশ হয়ে যাওয়ার পরও বিজেপির মধ্যে গোষ্ঠী কন্দন তুঙ্গে বলা যেতে পারে।