শোয়েব মালিকের তৃতীয় বিয়ের পরই আবার সংবাদের শিরনামে শোয়েব-সানিয়া বিবাহ বিতর্ক। পরিবার এবং বন্ধু বান্ধবের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানি অল রাউন্ডার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন ভারতীয় টেনিস প্লেয়ার সানিয়া মির্জা। এবার শোয়েবকে বিয়ে করার সিদ্ধান্ত তাঁর ভুল ছিল বলেই স্বীকার করলেন সানিয়া। তবে শোয়েবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও তাঁর পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তাঁর। ছেলেকে নিয়ে আরও একবার পাকিস্তানের শ্বশুড়বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন সানিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পরিবার পরিজনের বিরুদ্ধে গিয়ে শোয়েবকে বিয়ে করেছিলাম। এই সিদ্ধান্ত ভুল ছিল। এখন আক্ষেপ হয়। তবে পাকিস্তানের মানুষের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। তাঁরা সব সময়ই আমাকে স্বাগত জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ইজহানকে নিয়ে শোয়ের পরিবারে সবার সঙ্গে দেখা করতে যাব।”
দুবাইয়ে থাকতে চাইছিল না ইজহান। তাই ছেলেকে নিয়ে দেশে ফিরে আসে সানিয়া। ইজহান কেমন আছে জানতে চাওয়া হলে উত্তরে সানিয়ে বলেন, “ইজহান ভাল নেই। বাবার তৃতীয় বিয়ের কথা জানার পর থেকে ওর খুব মন খারাপ। বাবার তৃতীয় বিয়ের কথা জানতে চেয়ে স্কুলের বন্ধুরা ইজহানকে খুব উত্ত্যক্ত করছে। স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইজহান। মানসিক ভাবে অবসাদ তৈরি হয়েছে ওর মধ্যে।” আপাতত বাড়ির বাইরে বেড় করা হচ্ছে না ইজহানকে। এই মুহূর্তে মা হিসেবে ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য সানিয়ার।