সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – প্রজাতন্ত্র দিবসে বেশিরভাগ সংস্থা ছুটি থাকায় এদিন কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ছুটির দিন হওয়ায় নর্থ- সাউথ করিডোর অর্থাৎ দক্ষিণেশ্বর- কবি সুভাষ রুটে কমানো হল মেট্রো পরিষেবা৷ ২৮৮ টির বদলে সারাদিনে চলবে ২৩৪ টি মেট্রো বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল। এর মধ্যে থাকছে ১১৭ টি আপ ও ১১৭ টি ডাউন। ওইদিন মেট্রো পরিষেবা শুরু হবে প্রতিদিনের মতো সকাল ৬ টা ৫০ মিনিটে আর শেষ পরিষেবার সময় রাত ১০ টা ৩৫ মিনিট।
মেট্রোর প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত রাখা হচ্ছে:
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষ যাওয়ার সকালের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা ৫০ মিনিটে।
দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা ৫৫ মিনিটে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7 টায় ।
মেট্রোর শেষ পরিষেবার সময় অপরিবর্তিত রাখা হচ্ছে:
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ২৮ মিনিটে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা 30 মিনিটে ।
দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৪০ মিনিটে। অন্যান্য মেট্রো রুটের জন্য আপাতত কোনও নির্দেশিকা জারি হয়নি।