সিঙ্গুরে জমি হারারা কিভাবে তারা জমির ক্ষতিপূরণ পাবেন ? রাজ্যের অবস্থান জানতে চাইলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সিঙ্গুর আন্দোলন এখন অতীত! সিঙ্গুর আন্দোলন কে ভর কেন্দ্র করে ২০১১ সালে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখন পর্যন্ত সিঙ্গুরের জমি হারা দের ক্ষতিপূরণ ও জমি ফেরত দেয়নি পশ্চিমবঙ্গ সরকার।কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাষী ও এলাকাবাসী ।উদ্বিগ্ন প্রধান বিচারপতি! রাজ্যের অবস্থান জানাতে চার সপ্তাহ সময় বেঁধে দিল রাজ্য সরকারকে
সিঙ্গুরে ফসলি জমি চাষীদের ফেরাছে না সরকার ।জমি ফেরত এর নির্দেশ আছে সুপ্রিম কোর্টের তবুও জমি ফেরাতে ও ক্ষতিপূরণ এর আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাষী ও এলাকাবাসী ।আবেদন শুনে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।রাজ্যের কাছে জানতে চায় রাজ্যের অবস্থান ।সময় চায় রাজ্য ।
আগামী ৪সপ্তাহ পর মামলার শুনানি ।রাজ্য কে জানাতে হবে সিঙ্গুরের জমি ফেরত ও ক্ষতিপূরণের ব্যাপারে কি ভাবছে তারা ।