147 বলেই ত্রিশতরান করে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার তন্ময় আগরওয়াল। রণজি ট্রফির ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে 160 বলে মোট 323 রান করেন হায়দ্রাবাদের এই ব্যাটার। এর আগে 2017 সালে ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে 191 বলে ত্রিশতরানের রেকর্ড গড়েছিলেন মার্কো মারাইস। সেই রেকর্ডও ব্রেক করলেন তন্ময়। তবে এর আগে কোনও ভারতীয় ব্যাটার দেড়শো বা তা কম বলে ত্রিশতরান করতে পারেননি। 252 বছরের ইতিহাসে এবার 147 বলেই ট্রিপল সেঞ্চুরি করে সব রেকর্ড ব্রেক করলেন হায়দ্রাবাদের এই ব্যাটার। এর পাশাপাশি 2009 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বীরেন্দ্র শেহবাগের 284 রানের রেকর্ডও ব্রেক করেন তিনি। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে 33টি চার এবং 21টি ছক্কা হাকান তন্ময়। ম্যাচে তন্ময়ের সঙ্গে জুটি বাঁধেন হায়দ্রাবাদ অধিনায়ক রাহুল সিং। 105 বলে 185 রানের ইনিংস খেলেন হায়দ্রাবাদের অধিনায়কও। তবে তন্ময় সব লাইমলাইট কেড়ে নিলেন দুরন্ত ব্যাটিং দিয়ে।