Date : 2024-04-28

Weather Forecast : শীতে বৃষ্টির পূর্বাভাস

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – কনকনে শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী হিমালয় অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এরাজ্যে প্রবেশের আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধ এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বুধবারের পর রাতের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।

উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল ও পরশু দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। বুধবার ঘন কুয়াশার চাদরে মুড়বে উত্তরবঙ্গ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ১৩.৬ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।