ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন রজত পাতিদার। বিরাট কোহলির আইপিএল দলের সতীর্থ সুযোগ পেয়েছিলেন টেস্টে বিরাটের শুন্যস্থান পূরণ করতে। অভিষেক ম্যাচে স্বপ্ন পূরণ হয়েছে রজত পতিদারের। যদিও বড় রান করে নজর কাড়তে পারেননি তিনি।দীর্ঘদিন ধরে টেস্ট দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন ছিল। কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। 30 বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ঘুরিয়ে নির্বাচকদেরই দায়ি করলেন তিনি। প্রথম ইনিংসে 32 রানেই আউট হয়েছেন তিনি। সেই স্পিনারের বলেই। পরের ম্যাচে আর তিনি সুযোগ পাবেন কিনা জানেন না। তাই এই ম্যাচে সব বিভাগেই নিজের সেরাটা দিতে চেয়েছেন পতিদার।
রোল আইকন জাহির খানের হাত থেকে অভিষেক ম্যাচের টুপি পেয়েছিলেন। সেই মূহূর্তটা স্পেশাল ছিল, বলছেন রজত। এখন দেখার তিনি দলকে কতটা ভরসা দিতে পারেন।