বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে 106 রানে জয়ী হয় টিম ইন্ডিয়া। যদিও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় টেস্টে খুব বেশি রান করতে না পারলেও, স্লিপে একের পর এক অসাধারণ ক্যাচ ধরে মন জিতে নিয়েছেন সকলের। প্রথম ইনিংসে 14 এবং দ্বিতীয় ইনিংসে মাত্র 13 রান করেই আউট হয়ে যান অধিনায়ক। তবে সেই রানেই টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় রানের নিরিখে বিরাট কোহলিকেও টপকে গেলেন রোহিত শর্মা। কদিন আগে ভারতের হয়ে রোহিত শর্মা তালিকার শীর্ষে থাকলেও দক্ষিণ আফ্রিকার সিরিজে রান করে রোহিতের রেকর্ড ব্রেক করেছিলেন কোহলি। তারপর ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে কোহলির অনুপস্থিত থাকায় ফের তালিকার শীর্ষে আসলেন ভারতীয় অধিনায়ক। মোট 29টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে 2242 রান। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি। সব মিলিয়ে 10 নম্বরে রয়েছেন রোহিত। তারপরই রয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থ। 36টি ম্যাচে 2235 রান করে এই মূহুর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। 35টি ম্যাচে 1769 রান করে তৃতীয় স্থানে রয়েছেন চেতেশ্বর পুজারা। এছাড়া 29টি ম্যাচে 1589 রান করে চতুর্থ স্থানে রয়েছেন অজিঙ্ক রাহানে। এবং 24টি ম্যাচে 1575 রান করে পঞ্চম স্থানে রয়েছেন পন্থ। বাকি সিরিজেও যদি কোহলি না খেলেন তা হলে রানের ব্যাবধানে অনেকটাই এগিয়ে যাবেন রোহিত শর্মা। 15 ফ্রেব্রুয়ারি তৃতীয় টেস্টে কী হয় সেটাই এখন দেখার।