দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। যশপ্রীত বুমরাহর অনবদ্য বোলিংয়ে দ্বিতীয় দিনে ম্যাচে ফেরে ভারতীয় ক্রিকেট দল। অনবদ্য বোলিং করেন বুমরাহ। মাত্র 45 রান দিয়ে তুলে নিলেন 6 উইকেট। অধিকাংশ ইংরেজ ব্যাটারই বুঝে উঠতে পারলেন না বুমরাহর বোলিং। অনবদ্য ইয়র্কার থেকে অফ কাটার, সমস্ত ভ্যারিয়েশনই ছিল বুমরাহর বোলিংয়ে। ইংল্যান্ড ব্যাটাররা ভারতীয় স্পিনারদেরকে কীভাবে খেলবেন সেই নিয়েই বোধ হয় বেশি অনুশীলন করে ছিলেন। সেই সুযোগে যশপ্রীত বুমরাই খেলা ঘুরিয়ে দিলেন একার ক্ষমতাতেই। মাত্র 253 রানেই প্রথম ইনিংস গুটিয়ে যায় ইংল্যান্ডের। 143 রানের লিড নেয় ভারত। তিনটি উইকেট নেন কুলদীপ যাদব। একটি উইকেট নেন অক্ষয় প্যাটেল। জ্যাক ক্রলির অসাধারণ ক্যাচ নিয়ে তাঁকে সাজঘরে ফেরান শ্রেয়স আইয়ার। অক্ষয় প্যাটেলের বলে দুরন্ত ক্যাচ নেন শ্রেয়স।