Date : 2024-02-25

‘প্রাইম স্পোর্টস’ -এর ব্যাট নিয়ে নেট প্র্যাক্টিসে ধোনি

সামনেই আইপিএল 2024। অনেক দিন আগে থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধোনির নেট প্র্যাক্টিসের ছবি। যেখানে দেখা যাচ্ছে, যে ব্যাট তিনি ব্যবহার করছেন সেখানে ‘প্রাইম স্পোর্টসে’র স্টিকার। যা তাঁর ছোটবেলার বন্ধু পরমজিৎ সিং – এর সেই খেলার সামগ্রীর দোকান। ধোনি তার খেলার যাবতীয় জিনিস এই দোকান থেকেই নিতেন। ছেলেবেলার কথা নিয়ে খুব বেশি মুখ না খুললেও, এম.এস ধোনির বায়োপিকে দেখানো এই দোকানের কথা মনে রেখেছে নেটিজেনরা। ধোনির নেট প্র্যাক্টিসের এই ছবি দেখে ধোনির ছেলেবেলার বন্ধুর দোকান নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।