Date : 2024-04-29

শহরের পাশাপাশি রাজধানীতেও তৎপর ইডি

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে সকাল থেকেই তৎপর ইডি। রাজ্যের ৬ জায়গায় চলছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান। তবে শুধু এরাজ্যে নয় দেশের রাজধানী দিল্লিতেও সমানভাবে তৎপর ইডি।
আবগারি নীতি মামলায় রাজধানীর ১২ জায়গায় চলছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তল্লাশি অভিযান। ইতিমধ্যেই এই মামলায় আপ নেতা অরবিন্দ কেজরিবালকে মোট ৫ বার শমন পাঠিয়েছে ইডি। শেষবার শমন পাঠানো হয় ২ রা ফেব্রুয়ারী। কোনও বারই সেই শমনে সাড়া পায়নি ইডি। কার্যত তলব এড়িয়ে গেছেন কেজরিবাল। এমনকী ইডির এই তৎপরতাকে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বলেই কটাক্ষ করেছেন আপ নেতা। এই মামলা নিয়ে ইতিমধ্যেই দিল্লি আদালতের দ্বারস্থও হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। মঙ্গলবার সকাল থেকে যে ১২ জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে তার মধ্যে অন্যতম হল অরবিন্দ কেজরিবালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বাড়ি। কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে তল্লাশি শুরু করে। শুধু বিভব কুমার নয়, আরও বেশ কয়েকজন আপ নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। এই তালিকায় রয়েছেন হেভিওয়েটরাও। দিল্লির জল পর্ষদের প্রাক্তন সদস্য শলভ কুমার এবং রাজ্যসভার সাংসদ তথা আপ নেতা এন ডি গুপ্তার বাড়িতেও তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দাদের। মূলত আবগারি নীতি মামলায় বিপুল পরিমাণে অর্থ তছরুপের ঘটনাতেই এই তল্লাশি অভিযান।