Date : 2024-04-29

প্রশ্ন ফাঁস অথবা পাচার রুখতে বিশেষ ব্যবস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

নাজিয়া রহমান, সাংবাদিক : ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৮৯ হাজার ৮৬৭ জন। তার মধ্যে মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ৪০৭ জন আর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৪৬০ জন। ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১লক্ষ ৩হাজার ৫৩ জন বেশি। উচ্চ মাধ্যমিকে মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩৪১ জন। তারমধ্যে ১৭৬টি কেন্দ্র স্পর্শ কাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশ্ন ফাঁস অথবা পাচার রুখতে কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার প্রতিটি প্রশ্নপত্রে থাকছে ইউনিক সিরিয়াল নম্বর। পাশাপাশি থাকবে বার কোড বা কিউআর কোড। প্রশ্ন পাচার রুখতে এবার এই প্রথম এই পদ্ধতি অবলম্বন করছে সংসদ। এছাড়াও প্রতিটি কেন্দ্রের মূল গেটে থাকছে সিসিটিভি। সিসিটিভি থাকবে ভেন্যু সুপারভাইজারের ঘরেও। স্পর্শকাতর কেন্দ্রে মূলগেটে থাকবে মেটাল হ্যান্ড ডিটেক্টর। এর মাধ্যমে মোবাইল ফোন বা ইলেক্ট্রনিকস গ্যাজেটস চেক করা হবে। পরীক্ষার্থীদের কাছে বা ভেন্যুর মধ্যে কোথাও মোবাইল নেই তা সম্পূর্ণরূপে সুনিশ্চিত করতে গতবছরের মত এবারও রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা আরএফডি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সংসদ। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে সংসদ।