কোনো অফিসার বা কোনো সরকারি কর্মির অসহযোগীতার জন্য সরকারের বদনাম হলে তা আর বরদাস্ত করা হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্ন সভাঘরে আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময়ই মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভের কথা জানান।
এদিন বিকাল চারটে থেকে নবান্ন সভাঘরে আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘন্টা দেড়েকের বৈঠকেই এক সময় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “কিছু কিছু অফিসার আছেন যারা সময়ের কাজ সময়ে করেন না। তাদের জন্যই সরকারের মুখ পোড়ে। আমি কিন্তু এবার অফিসারদের কাজের মূল্যায়ন করবো।” বৈঠকে উপস্থিত মুখ্যসচিব কে উদ্দেশ্য করে রীতিমত ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “অফিসারদের কাজের রিপোর্ট তাঁর চাই।” তিনিও দেখতে চান কে কাজ করতে চায়, কে চায় না। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী প্রায়ঃসই অভিযোগ করে বলেন যে বাম আমলের অনেকে এখনো সরকারের কর্মি, অফিসার হিসাবে কাজ করেন। তাদের অনেকেই সরকারকে বদনাম করার চেষ্টায় থাকেন। মুখ্যমন্ত্রী এটাও দাবি করে বলেছেন যে তিনি কারও চাকরি খেতে চান না। তবে কোনো সরকারি কর্মির জন্য তাঁর সরকারের বদনাম হবে, এটাও তিনি মেনে নেবেন না। প্রকাশ্য জনসভার মঞ্চে মুখ্যমন্ত্রীর করা এই অভিযোগ এদিনের বৈঠকে ফের একবার বলে মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিয়েছেন যে এমন চললে সংশ্লিষ্ট সরকারি অফিসারকে প্রয়োজনে দুই বছরের জন্য কোনও পদে রাখা হবে না।