Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • নতুন সরকার গঠনের পথে আরও এক ধাপ এগোল জম্মু-কাশ্মীর। প্রত্যাহার হল রাষ্ট্রপতির শাসন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই কেন্দ্রের তরফে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করা হল।
  • এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। জরুরি অবতরণ করানো হল দিল্লি বিমানবন্দরে। যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য়।
  • বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র কৃষ্ণনগর। একাধিক পুজো কমিটির সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ২ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের।
  • অনশনের দশম দিনে নতুন করে অসুস্থ তনয়া পাঁজা। ৫ অক্টোবর থেকেই অনশনে রয়েছেন তিনি। লাগাতার অনশনের কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে তাঁর। তবে এখনও অনশনেই বসে রয়েছেন তনয়া। ছাড়েননি অনশনমঞ্চ।
  • জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন। বেসরকারি হাসপাতালগুলিতে আংশিক কর্মবিরতির ঘোষণা। সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে কর্মবিরতি। চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে। তবে রোগী পরিষেবায় কোনও প্রভাব পড়বে না। জানাচ্ছেন চিকিৎসকরা।
  • IMA-সহ সব চিকিৎসক সংগঠনকে বৈঠকের জন্য ডাক মুখ্যসচিব মনোজ পন্থের। দুপুরে স্বাস্থ্যভবনে বৈঠক হওয়ার কথা। জুনিয়র ডাক্তারদের দাবি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্টকে বৈঠকে ডাকা হয়নি। 
  • দ্রোহের কার্নিভাল জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি নয়। এটা সিনিয়দের কর্মসূচি। জুনিয়রদের কর্মসূচি মানববন্ধন। বক্তব্য জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার।
  • হাইকোর্টে ধাক্কা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। দ্রুত শুনানির আর্জি খারিজ। অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা। রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ।
  • আংশিক কর্মবিরতি ফর্টিস, বিড়লা, উডল্যান্ড হাসপাতালের চিকিৎসকদের। ৪৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা। নন-এমারজেন্সি বন্ধ থাকবে মেডিকায়।
  • রাজভবন অভিযানের ডাক চিকিৎসকদের। দুপুর আজ ১টায় জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
  • অসুস্থ আরও এক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক। রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন পুলস্ত্য আচার্য। এনআরএসে ভর্তি করা হয়েছে তাঁকে। পুলস্ত্য আচার্যের রক্তচাপ ১১২/৮৬।
  • SSKM-হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫। সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। রবিবার SSKM-হাসপাতালে হকি স্টিক, লাঠি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা।
  • New Date  
  • New Time  
কাজ না করলে দু’বছর বসিয়ে দেবো। এক অফিসারের অসহযোগিতা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

24
February 2024

কাজ না করলে দু’বছর বসিয়ে দেবো। এক অফিসারের অসহযোগিতা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

কোনো অফিসার বা কোনো সরকারি কর্মির অসহযোগীতার জন্য সরকারের বদনাম হলে তা আর বরদাস্ত করা হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্ন সভাঘরে আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময়‌ই মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভের কথা জানান।

এদিন বিকাল চারটে থেকে নবান্ন সভাঘরে আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘন্টা দেড়েকের বৈঠকেই এক সময় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “কিছু কিছু অফিসার আছেন যারা সময়ের কাজ সময়ে করেন না। তাদের জন্য‌ই সরকারের মুখ পোড়ে। আমি কিন্তু এবার অফিসারদের কাজের মূল্যায়ন করবো।” বৈঠকে উপস্থিত মুখ্যসচিব কে উদ্দেশ্য করে রীতিমত ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “অফিসারদের কাজের রিপোর্ট তাঁর চাই।” তিনিও দেখতে চান কে কাজ করতে চায়, কে চায় না। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী প্রায়ঃস‌ই অভিযোগ করে বলেন যে বাম আমলের অনেকে এখনো সরকারের কর্মি, অফিসার হিসাবে কাজ করেন। তাদের অনেকেই সরকারকে বদনাম করার চেষ্টায় থাকেন।‌ মুখ্যমন্ত্রী এটাও দাবি করে বলেছেন যে তিনি কার‌ও চাকরি খেতে চান না। তবে কোনো সরকারি কর্মির জন্য তাঁর সরকারের বদনাম হবে, এটাও তিনি মেনে নেবেন না। প্রকাশ্য জনসভার মঞ্চে মুখ্যমন্ত্রীর করা এই অভিযোগ এদিনের বৈঠকে ফের একবার বলে মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিয়েছেন যে এমন চললে সংশ্লিষ্ট সরকারি অফিসারকে প্রয়োজনে দুই বছরের জন্য কোন‌ও পদে রাখা হবে না।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​