সঞ্জু সুর, সাংবাদিক : একশো দিনের কাজে শুধু পুরুষ নন, মহিলারাও অনেক বেশি অংশ নেন। কেন্দ্র সরকার রাজনৈতিক কারণে সেই মহিলাদের বঞ্চিত করছে। বুধবার বিধানসভায় নারী ও শিশু কল্যান দফতরের বাজেট বিতর্কের জবাবী ভাষণে বললেন মন্ত্রী শশী পাঁজা।
এদিন বিধানসভায় নারী ও শিশু কল্যাণ দপ্তরের বাজেট বিতর্ক ছিল। সেই বাজেট বিতর্কে অংশ নিয়ে দফতরের মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করে বলেন, “১০০ দিনের কাজে মহিলারাও যুক্ত থাকেন। শুধু রাজনৈতিক কারণে তাদের বঞ্চিত করা হলো।” যেভাবে গত প্রায় দু’বছর ধরে এমজিএনআরইজিএ (১০০ দিনের কাজ) প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে রেখেছে বলে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করে আসে, সেই প্রসঙ্গেই মন্ত্রীর এমন উক্তি। বিজেপি মহিলাদের সম্মান করে না। কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটের হিসাব দিয়ে শশী পাঁজা বলেন, “কেন্দ্রের অর্থমন্ত্রী নারী ও সমাজ কল্যাণ দফতরের জন্য যে টাকা বরাদ্দ করেছেন তার পরিমাণ ২৬ হাজার কোটি টাকা, আর শুধু আমাদের রাজ্যেই এ বছরের বাজেটে নারী ও শিশু কল্যাণ দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে ২৬ হাজার ৫৯০ কোটি টাকা। এই ফারাকেই স্পষ্ট কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য কতটা ভাবে।” তিনি আরো বলেন, “শুধু এই বছর নয় ২০২৩/২৪ সালের বাজেটেও মাত্র ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সারা দেশের জন্য।” ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প নিয়ে তিনি একটি তথ্য বিধানসভার অধিবেশন কক্ষে পেশ করেন। সেই তথ্য অনুযায়ী ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যখন এ রাজ্যে প্রথম ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু হয় তখন মোট উপভোক্তার সংখ্যা ছিল ১ কোটি ৫২ লক্ষ। এখন সেটা বেড়ে হয়েছে ২ কোটি ১১ লক্ষ। শুরুর দিন থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র এই খাতে মোট ব্যয় করা হয়েছে ৩০ হাজার ৫১ কোটি টাকা। মন্ত্রীর পরিষ্কার অভিযোগ যদি বিজেপি মহিলাদের সম্মান দিত এবং তাদের কথা ভাবতো তাহলে এইভাবে মহিলাদের বঞ্চিত করত না।