Date : 2024-04-18

টলিপাড়ায় নতুন জুটি। কপের চরিত্রে অভিনেতা বনি সেনগুপ্ত।

সাংবাদিক- রাকেশ নস্কর : বাংলা ছবি অ্যান্টনী। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত, শুভাঙ্কী ধর।পরিচালনা করেছেন দৈপায়ণ এম।সম্প্রতি কলকাতায় সেই ছবির লুক সেটের আয়োজন করা হয়েছিল। যেখানে সামিল ছিলেন ছবির প্রধান কলাকুশলী ও পরিচালক। সেখানে এসে ছবির বিষয় কথা বললেন কলাকুশলীরা।
লুক সেট-এ এসে বনি সেনগুপ্ত জানালেন, “একজন কপ এর চরিত্র অভিনয়ের অনুভূতি খুব আলাদা। ক্যাজুয়াল ইউনিফর্মে। আশা করছি আমাদের ছবির শুরুওয়াত খুব ভালোই হবে। ফাইনাল লুকের জন্য খুব উচ্ছ্বসিত”।
নবাগতা অভিনেত্রী শুভঙ্কীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন অভিনেতা বনি সেনগুপ্ত। তিনি জানান, “নতুনদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। তাঁদের থেকে শেখাও অনেক কিছু যায়”।
অ্যাকশন থ্রিলার অ্যান্থনী ছবিতে একজন সুপার কপের ভূমিকায় দেখা যা বনিকে। নতুন স্বাদের এই দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে সেই এখন দেখার।