নাজিয়া রহমান, সাংবাদিক – পথপশু অনেকেই ভালোবাসেন। কিন্তু তাদের নিরাপত্তা ও সুস্থতার কথা ভেবে এগিয়ে আসতে পারা মানুষের সংখ্যা হাতে গোনা। পথপশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পথ কুকুরদের নিয়ে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল নৈহাটির কয়েকজন স্কুল-কলেজের পড়ুয়া। ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত নৈহাটির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই স্বাস্থ্য শিবিরের। এই শিবিরে প্রত্যেক পথপশুদের বিনামূল্যে ভ্যাকসিন এবং ওষুধ দেওয়া হয়েছে। মোট ৭০ টি পশুর চিকিৎসা এবং ভ্যাকসিন হয় এই ভ্রাম্যমান শিবিরে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে এটা ছিল এক অভিনব উদ্দ্যোগ।
এই শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে গায়ক রাঘব চট্টোপাধ্যায়। স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের সভাপতি সৌরাশীষ ঘোষ জানান, তাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অনিমাল অ্যাক্ট এবং দোলে পথ প্রাণীদের উপর রঙ না দেওয়া সম্পর্কিত সচেতনতা ক্যাম্পেইন। সামনেই দোল। দোল রঙের উৎসব। তবে এই রঙ পশুদের ক্ষেত্রে ক্ষতিকর। তাই যাতে দোলের সময় পশুদের গায়ে রঙ্ না দেওয়া হয় তারজন্যও ক্যাম্পেনিং করেন উদ্যোক্তারা। স্থানীয় পৌর প্রশাসন থেকে ব্লক ও মহকুমা প্রশাসন সকলেই ছাত্রছাত্রীদের এই কাজের প্রশংসা করেছেন। এই কাজকে সম্পন্ন করতে সাধারণ মানুষের সহযোগিতা ছিল চোখে পরার মতো। স্কুল কলেজের পড়ুয়াদের এই কাজে তারা সকলেই খুব প্রসন্ন হন। প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি এনজিও। এখানে ১০০ জনের বেশি ছাত্র ছাত্রী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। আগামী দিনেও এই সংগঠন তাদের সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবেন বলে বক্তব্য উদ্যোক্তাদের।