ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক – গার্ডেনরিচ কাণ্ডের পর বেআইনি নির্মাণ নিয়ে রীতিমত নড়েচেড়ে বসেছে কলকাতা হাইকোর্ট। এবার নারেকেল ডাঙায় একটি ছ’তলা বেআইনি নির্মাণ খালি করতে গরিমসি করছে নারকেল ডাঙা থানার পুলিস। যে কারণে রীতিমত ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, আদালতের নির্দেশের তোয়াক্কা না করে পুলিস এক্তিয়ার বহির্ভুত কাজ করছে। যে কারণে এবার নারকেল ডাঙা থানার ওসিকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার মধ্যে ওসিকে সশরীরে আদালতে হাজির হতে হবে।
ঠিক কোন পরিস্থিতির জেরে স্বয়ং ওসিকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি? ঘটনা হল কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে নারকেল ডাঙা থানা এলাকার ৩ডি/এইচ/৭ এম এন চ্যাটার্জি সরনিতে কোনও অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে আস্ত একটি ছয় তলা বিল্ডিং। রাতারাতি ওই নির্মাণে বসতিও গড়ে উঠেছে। বিষয়টি নজরে আসার পর ওই বিল্ডিং ভাঙার কাজ শুরু করতে আইন অনুযায়ী পদক্ষেপ করে পুরসভা। কিন্তু চেষ্টা করলেও ওই বিল্ডিংটি খালি করা যায়নি। এরপরই হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলায় নারকেল ডাঙা নারকেল ডাঙা থানার পুলিসকে অবিলম্বে ওই বিল্ডিংটিকে খালি করে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। এদিন মামলার শুনানিতে পুরসভার তরফে জানানো হয়, পুলিস কোনওরকম সাহায্য করছে না তাই ওই বেআইনি নির্মাণটির বিরুদ্ধে পদক্ষেপ করা যাচ্ছে না। থানার তরফে যে রিপোর্ট জমা পড়েছে তাতে উল্লেখ, এই কাজ করতে থানা সক্ষম নয়। এই রিপোর্ট দেখার পরই রীতমত চটে যান বিচারপতি। তারপরই ওসি সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি সিনহা। আজ ফের মামলার শুনানি।