Date : 2024-04-28

সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ ট্রেন

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – আবারও ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি ভারতীয় রেলের তরফ থেকে। দমদমে ইন্টার লকিং সিস্টেমকে আপগ্রেড করতে এক গুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা। এই কাজের ফলে ট্রেন বাতিল হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল তবে সেই কাজ স্থগিত রাখা হয় এবং ট্রেন পরিষেবাকে স্বাভাবিক রাখা হয়। যদিও রেলের তরফে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে উল্লেখ রয়েছে দমদম জংশনে ইন্টার লকিংয়ের কাজ চলবে। ফলে আগামী ১৬ই মার্চ রাত ১২ টা থেকে ১৮ই মার্চ বিকেল ৪ টে পর্যন্ত শিয়ালদা মেন শাখার ১৪৩টি ট্রেন বাতিল করা হবে। পাশাপাশি ৪৬টি ট্রেনকে ঘুর পথে অন্যদিক দিয়ে নিয়ে যাওয়া হবে।

এক্ষেত্রে ৫২ ঘন্টা যাত্রী সাধারণকে যে রীতিমতো দুর্ভোগের শিকার হতে হবে তা বোঝা যাচ্ছে। বাতিল থাকবে ৩টি দূরপাল্লার ট্রেনও। তালিকায় রয়েছে, আসানসোল ইন্টারসিটি, শিয়ালদা-জঙ্গিপুর এক্সপ্রেস ও হাওড়া-সিউড়ি মেমু এক্সপ্রেস। মূলত দেখা যাচ্ছে, শিয়ালদা উত্তর শহরতলির শিয়ালদা-ব্যারাকপুর-নৈহাটি শাখা এবং শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট শাখার ট্রেন বাতিল থাকছে। সমগ্র শিয়ালদহ ডিভিশনে মোট ৮৯২টি ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে। শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-কৃষ্ণনগর শাখার মাতৃভূমি লোকালগুলি সাধারণ লোকাল ট্রেন হিসাবে চলবে। ভারতীয় রেলের পরিষেবা ক্রমাগত অবনতি হচ্ছে বলে দাবি করছেন সাধারণ মানুষ। যদিও রেলের তরফে দাবি, যাত্রীদের ভাল পরিষেবা দিতেই এই কাজ করা হচ্ছে। শনিবার ও রবিবার বেশিরভাগ সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি অফিস খোলা থাকে ফলে যাত্রীদের যে সমস্যায় পড়তে হবে তা মনে করছে নিত্যযাত্রীদের একাংশ।