Date : 2024-05-03

“বাংলার কথা বলে এলাম।” রাজভবন থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সঞ্জু সুর, সাংবাদিক : গত বছর ডিসেম্বর মাসের পর ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজ্যের দাবি দাওয়া নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কথাগুলো বলে গেলাম।

দুই দিনের রাজ্য সফরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার আরামবাগের সভা শেষ করে কলকাতার রাজভবনে আসেন বিকাল পাঁচটা নাগাদ। এদিন প্রধানমন্ত্রী আরামবাগের সভায় সন্দেশখালি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করার পর মনে করা হয়েছিল সম্ভবত তাঁর সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর রাজভবনে প্রবেশের মিনিট চল্লিশ পর সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী। রাজভবন সূত্রে খবর, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে একান্তে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। বৈঠক শেষে রাজভবন থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন “আমি হেলিপ্যাডে থাকতে পারি নি। তাই এখানে এলাম।‌এটা একদমই একটা প্রটোকল মিটিং, সৌজন্য সাক্ষাৎকার।” এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের কথাগুলো বলে গেলাম। বকেয়া সব কথাই বলেছি।” তারপর অবশ্য মুখ্যমন্ত্রী জানান, তাঁরা বেশকিছুক্ষণ গল্প করেছেন। আরামবাগের সভায় সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজনীতির বিষয়ে দল বলবে।