সঞ্জু সুর, সাংবাদিক : অবশেষে উত্তর ২৪ জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামি ১২ মার্চ হাবড়ার বানীপুরের মাঠে প্রশাসনিক সভা থেকে জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের জেল যাত্রা বা সন্দেশখালি উত্তর পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মুখ্যমন্ত্রীর এই সভা।
গত বছর (২০২৩) ২৭ অক্টোবর রেশন দুর্নীতি কান্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তণ (মাত্র কয়েকদিন আগে মন্ত্রীসভা থেকে অপসারণ করা হয়েছে তাঁকে) বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর ঘটে গিয়েছে সন্দেশখালি কান্ড। আপাতত এই জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের শাসকদল। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে লোকসভার আসন সংখ্যার নিরিখে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জেলা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একমাত্র এই জেলাতেই রয়েছে পাঁচ পাঁচটি লোকসভা আসন। বনগাঁ, ব্যারাকপুর, বারাসত, বসিরহাট ও দমদম। ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের জেল যাত্রা বা সন্দেশখালির ঘটনা যাতে লোকসভা নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলতে না পারে তারজন্য সচেষ্ট তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তাঁরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যাচ্ছেন এই জেলায় সভা করতে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই একটা করে সরকারি পরিষেবা প্রদান সভা সেরে ফেলেছেন। বাকি ছিলো শুধু দুই ২৪ পরগনা। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে সম্ভবত দক্ষিণ ২৪ পরগনায় কোনো সরকারি মিটিং করার আর সময় পাবেন না মুখ্যমন্ত্রী। গত বুধবার মন্ত্রীসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে ১৩ (মার্চ) তারিখের পর যে কোনো দিন নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে। তাই ১২ তারিখের মধ্যে সরকারি সব প্রকল্পের কাজ শেষ করে উদ্বোধন করে দেওয়ার উপর জোর দেওয়ার কথাও বলেছিলেন তিনি। নবান্ন সূত্রে খবর, ১২ তারিখ হাবড়ার বানীপুরের মাঠের সভা থেকে শুধু উত্তর ২৪ পরগণা নয়, রাজ্যের আরও বেশ কয়েকটি জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। তারপর অবশ্যই ভাষণ দেবেন ওই মঞ্চ থেকে। সেই ভাষণে বালু মল্লিক বা সন্দেশখালি নিয়ে কি বার্তা তিনি দেন সেটাই এখন দেখার।