Date : 2024-04-27

উচ্চমাধ্যমিকে নয়া নিয়ম

নাজিয়া রহমান সাংবাদিক : উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে ২৯ শে ফেব্রুয়ারি। এখন পুরো দমে চলছে খাতা দেখার কাজ। যার মধ্যে নয়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন নিয়মে একেবারে ত্রুটিহীন ভাবে মূল্যায়ন করতে হবে পরীক্ষার্থীদের খাতা। সতর্ক থাকতে হবে প্রধান পরীক্ষক সহ তার অধীনে থাকা খাতা দেখছেন এমন শিক্ষক-শিক্ষিকাদেরও। গাইডলাইন যথাযথ মেনে খাতা দেখতে হবে শিক্ষক শিক্ষিকাদের। চলতি বছরে প্রথমবার খাতা দেখার পর পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে আপলোড করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। পাশাপাশি হার্ড কপিও দিতে হবে সংসদকে।

অনলাইনে নম্বর আপলোড করা হলে রেজাল্টের কাজ অনেক দ্রুত সম্পন্ন হবে বলে মত সংসদের। অনলাইনে নম্বর আপলোড করার হবে যার জন্য সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক মূল্যায়নে কোনো ভুল ত্রুটি যাতে না হয় সেদিকে বিশেষ ভাবে নজর দিতে হবে যারা খাতা দেখছেন সেইসব শিক্ষক-শিক্ষিকাদের। অপরদিকে প্রধান পরীক্ষকদেরও এই বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বারবার চেক করে নম্বর আপলোড করতে হবে। যাতে কোনও ভুল না হয়। অনলাইনে নম্বর আপলোড করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন শিক্ষকমহলের অনেকেই।