Date : 2024-04-30

“হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে এখন বড় নেতা হয়েছেন।” নাম না করে অভিজিৎ গাঙ্গুলী কে তুমুল আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

সঞ্জু সুর, সাংবাদিক : বৃহস্পতিবার বারবেলায় যখন বিজেপিতে যোগ দিলেন প্রাক্তণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঠিক তার কিছু পরেই তাঁকে তুমুল তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ।

কলকাতা হাইকোর্টের প্রাক্তণ বিচারপতি দিন দুই আগেই জানিয়েছিলেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। সেই মতো বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি দফতরে গিয়ে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন। প্রাক্তণ বিচারপতির বিজেপি যোগ নিয়ে এর আগেই তাঁকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার ডোরিনা ক্রশিং পর্যন্ত রোড শো শেষ করে মঞ্চ থেকে নাম না করে এই বিজেপি নেতাকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “বিচারকের চেয়ারে বসে বিজেপি বাবু, বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে ?” “আপনি হাজার হাজার ছেলে মেয়ের চাকরি খেয়েছেন। আপনি যেখানে দাঁড়াবেন এখানেই আমি এই চাকরিপ্রার্থীদের নিয়ে যাব।” বিচারক থাকাকালীন যেসব রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন, বিশেষ করে শিক্ষা দফতরে নিয়োগ সংক্রান্ত মামলায়, সেকথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি অনেক রায় দিয়েছেন। এবার জনগণ আপনার বিরুদ্ধে রায় দেবে।” ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “আমিও আইনজীবী হিসাবে কাজ করেছি। আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক, এটা আমরাও জানি।” বিজেপিতে যোগ দেওয়া সদ্য প্রাক্তণ এই বিচারপতি বিচারকের আসনে বসে বারবার নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তীর্যক মন্তব্য করেছেন বলে অনেকদিন ধরেই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। বিচারক পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ‘তালপতার সেপাই’ বলেও দেগেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গেও নিজের ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “কথায় কথায় অভিষেকের নাম করে গালাগালি দিত। এখন মুখ থেকে মুখোশ খুলে গিয়েছে।”