নাজিয়া রহমান, সাংবাদিক : চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প পুবালি হাওয়ার সঙ্গে মিশে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বেশি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়।বুধবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াও ভিজবে বিক্ষিপ্ত বৃষ্টিতে। শুক্র, শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়তে পারে।
শীত বিদায় নিয়েছে। চলছে বসন্তকাল। সকালে ও রাতের দিকে হালকা আমেজ মিশ্রিত আবহাওয়া। কিন্তু হঠাৎই পারদ এক লাফে ৬ ডিগ্রি বেড়েছে মঙ্গলবার। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের থেকে ৬ ডিগ্রি বেশি।সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গেল ৩২ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা ক্রমশ হু হু করে বাড়ছে। সাপ্তাহিক প্রথমেই বেশ খানিকটা বেড়ে গেল তাপমাত্রা। বুধবার থেকে তাপমাত্রার বিবর্তন করতে শুরু করবে রাজ্যজুড়ে বৃষ্টি পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে মত আবহাওয়াবিদদের।