বুধবার দুপুরে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে দমদম বিধানসভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মিছিল করা হয়। সেই মিছিলে ধরা পড়ল বিতর্কিত ছবি। দেখা গেল দমদম এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের স্কুল পোশাক পরিয়ে তৃণমূলের প্রতীক হাতে নিয়ে সেই মিছিলে।
রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প থেকে শুরু করে পড়ুয়াদের জন্য যে সকল প্রকল্প রয়েছে তার ট্যাবলো বানিয়ে তাতে পড়ুয়াদের বসিয়ে প্রার্থীর সমর্থনে প্রচার করা হয়। যা নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে।