সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: যত কাণ্ড সন্দেশখালিতে! শাহজাহানের ডেরায় হঠাৎ হাজির এনএসজি কম্যাণ্ডোরা। এদিন সকালে সন্দেশখালি থেকে উদ্ধার হয় বিদেশি আগ্নেয়াস্ত্র ও পিস্তল। মাটি খুঁড়ে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। ঘটনাস্থলে ছিলেন সিবিআই আধিকারিকরা। এবার তাঁদের পর এলাকায় পৌঁছল এনএসজি টিম। অস্ত্র উদ্ধারের পর সেখানে গিয়েছেন কমান্ডোরা।
শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে শাহজাহান-ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগিনীপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারীরা। মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে মাছের ভেড়িবেষ্টিত বাড়িটি। সেখানে যাওয়ার একটিই সরু ইট পাতা রাস্তা রয়েছে। সেই রাস্তা আটকে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রে খবর, বাড়িটি থেকে প্রচুর অস্ত্র-বোমা উদ্ধার হয়েছে। দাবি, গোপন সূত্রে অস্ত্র-বোমা মজুতের খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয়। সেই বাড়ির মাটি খুঁড়েই প্রচুর বিদেশি বন্দুক মিলেছে বলে দাবি
এরপরই ন্যাশানাল সিকিউরিটি গার্ডের কমান্ডরা সেই বাড়িতে পৌঁছন। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে মিলেছে তাজা বোমা। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে বিদেশি নাইন এমএম পিস্তল, দেশি ৭ এমএম বোমা, কার্তুজ। দেশি-বিদেশি মিলিয়ে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা অন্তত ১৫।
শুক্রবারের অভিযান প্রসঙ্গে এবার জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে চলেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে এমনই জানা যাচ্ছে। আদর্শ আচারণবিধি জারি থাকাকালীন অস্ত্র উদ্ধার হয়েছে সেখান, সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনকে তা জানাতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি