সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- অনন্তনাগ- রাজৌরি লোকসভা কেন্দ্রে মনোনয়ন দেওয়ার প্রাক্কালে জঙ্গি হামলা জম্মুতে। জঙ্গিদের গুলিতে মৃত ১ পরিযায়ী শ্রমিক। মৃত যুবক বিহারের বাসিন্দা বলে জানা গেছে। বুধবার রাতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারা শহরে জঙ্গি হামলায় নিহত হয় বিহারের বাসিন্দা রাজা শাহ নামে এক পরিযায়ী শ্রমিক। আগামী ৭ই মে এই আসনে তৃতীয় দফার ভোট হবে। এনসি-র সহ-সভাপতি ওমর আবদুল্লাহর অনন্তনাগে একটি সমাবেশ করার কথা রয়েছে। তার মধ্যেই এই রকম ঘটনায় চিন্তিত প্রশাসন। অনন্তনাগের বিজবেহারা এলাকায় জঙ্গিদের গুলিতে গুলিবিদ্ধ হন রাজু। তাঁর পেটে ও ঘাড়ে গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। ঘটনার খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। হামলাকারীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। আগেও দেখা গেছে জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মারা গেছে পরিযায়ী শ্রমিকরা গত সপ্তাহে কাশ্মীরের সোপিয়ান জেলার পাদপয়ান এলাকায় রঞ্জিত সিং নামে এক পরিযায়ী গাইডকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। রঞ্জিত ওই সময় কয়েকজন বিদেশি পর্যটকদের সঙ্গে নিয়ে স্থানীয় একটি রেস্তরাঁয় খাবার খাচ্ছিলেন। সেই সময় মুখ ঢেকে জঙ্গিরা গিয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই আবারও জঙ্গিদের টার্গেট সেই পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা লস্কর-ই-তৈবার সংগঠন দ্যা রেসিস্টেন্স ফ্রন্টের বলে তারা মেনে নিয়েছে। উপত্যকায় বারংবার এই ঘটনা দুশ্চিন্তায় ফেলেছে পুলিশ প্রশাসনকে।