Date : 2024-05-01

Loksabha Election 2024 : লোকসভা ভোটের প্রথম দফা নির্বাচনে এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ৩৮৩ টি

সঞ্জু সুর, সাংবাদিক ঃ এখনও পর্যন্ত কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ৩৮৩ টি। তারমধ্যে ১৯৫ টি অভিযোগের নিস্পত্তি করা হয়েছে বলে কমিশনের দাবি। এই ৩৮৩ টি অভিযোগের মধ্যে National grievance redressal system এ মোট ২৭৪ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহারে, প্রায় ১৩২ টি। আলিপুরদুয়ার এ ৮৩ টি ও জলপাইগুড়ি তে ৫৯ টি।‌এছাড়া কমিশনের সি-ভিজিল অ্যাপের মধ্যমে আলিপুরদুয়ার এ ৫০ টি, কোচবিহার ও জলপাইগুড়ি তে যথাক্রমে ১৫ ও ১৬ টি করে অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি সিএম‌এস বা correspondence management system (CMS) পোর্টালে আলিপুরদুয়ার এ ২ টি, কোচবিহারে ২৫ টি ও জলপাইগুড়ি তে ১ টি অভিযোগ জমা পড়েছে বলে জানালো নির্বাচন কমিশন।