সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- তীব্র গরমে শুরু হয়েছে ২০২৪ লোকসভার প্রথম দফার নির্বাচন। দিকে দিকে দেখা যাচ্ছে প্রবল উত্তেজনা। সমগ্র দেশের একাধিক প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ভোটের লড়াইয়ে নামা প্রার্থীদের সম্পত্তির হিসেবও সামনে এসেছে হলফনামা জমা দেওয়ার পর। লোকসভা নির্বাচনের প্রথম দফায় সবথেকে ধনী প্রার্থীর সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা। সেখানেই সবথেকে গরিব প্রার্থীর সম্পত্তির পরিমাণ মাত্র ৩২০ টাকা। কমিশনের কাছে যতজনের হলফনামা জমা পড়েছে তা বিশ্লেষণ করে দেখা গেছে গেছে, ১৬২৫ জন প্রার্থীর মধ্যে ১০ জন এমন প্রার্থী রয়েছেন, যাঁদের কোনও সম্পত্তি নেই। আবার এমন ৪৫০ জন প্রার্থীও দেখা গেছে, যাঁরা কোটিপতি। ১৯ শে এপ্রিল প্রথম দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী হলেন কংগ্রেসের নকুল নাথ। তিনি মধ্যপ্রদেশের চিন্দওয়াড়ার বিদায়ী কংগ্রেস সাংসদ। নিজে সাংসদ তো অবশ্যই তবে তাঁর আরও একটি পরিচয় আছে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে তিনি। নকুল নাথের সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা। প্রথম দফায় তিনিই সব থেকে ধনী।
দ্বিতীয় ধনী প্রার্থী হলেন এআইএডিএমকে-র প্রার্থী অশোক কুমার। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি টাকা বলে জানা গেছে। তিনি তামিলনাড়ুর এরোদ কেন্দ্র থেকে লড়ছেন। তৃতীয় ধনী প্রার্থী হলেন বিজেপির দেবনাথন যাদব। তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ৩০৪ কোটি টাকা। বিত্তশালী প্রার্থীদের পাশাপাশি এমন ১০ জন প্রার্থীও রয়েছেন প্রথম দফায় যাঁদের কোনও সম্পত্তিই নেই। সবথেকে গরিব প্রার্থী পোনরাজ কে। তামিলনাড়ুর থুথুককোডি থেকে দাঁড়ানো এই নির্দল প্রার্থীর সম্পত্তির পরিমাণ মাত্র ৩২০ টাকা। দ্বিতীয় গরিব প্রার্থী মহারাষ্ট্রের রামটেকের নির্দল প্রার্থী কার্তিক গেন্দলালজি ডোকে এবং তামিলনাড়ুর চেন্নাই উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুরিয়ামুথু। উভয়েরই সম্পত্তি মাত্র ৫০০ টাকা।