Date : 2024-05-06

Loksabha Election 2024: দ্বিতীয় দফায় লড়াইয়ের ময়দানে একগুচ্ছ তারকা(Celebrities)

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – ৭ দফার নির্বাচনে শুক্রবার ভোটগ্রহণ হবে দেশের ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। সব মিলিয়ে মোট ৮৮ টি লোকসভা আসনে ভোটগ্রহণ পর্ব এদিন। সকাল ৭টা থেকে শুরু হয়ে চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কেরলের ২০ টি আসন, কর্নাটকের ১৪ টি আসন, রাজস্থানের ১৩ টি আসন, মধ্যপ্রদেশের ৬ টি আসন, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের ৮ টি করে আসন, অসম ও বিহারে ৫ টি করে আসন, পশ্চিমবঙ্গ ও ছত্তিসগড়ে ৩ টি করে আসনে নির্বাচন হবে। এছাড়াও জম্মু-কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরাতেও ১টি করে আসনে লড়বেন প্রার্থীরা। এই দফায় মধ্যপ্রদেশে মোট ৭ টি আসনে ভোট হওয়ার কথা ছিল তবে এই রাজ্যের বেতুলে মায়াবতীর দলের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় এই দফায় নির্বাচন হবে না। হবে তৃতীয় দফায়।

দ্বিতীয় দফার নির্বাচনে প্রার্থী তালিকায় রয়েছে এক গুচ্ছ তারকা(Celebrities)। একদিকে যেমন রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, রাজস্থানের কংগ্রেস বিধায়ক অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট। তেমনই অন্যদিকে বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, হেমা মালিনী, রামানন্দ সাগর খ্যাত রামায়ণের রাম অরুণ গোভিল, তেজস্বী সূর্য ও ওম বিড়লা। ১২০২ প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য প্রায় ১৬ কোটি ভোটারের জন্য ১.৬৭ লক্ষ ভোটকেন্দ্র জুড়ে ১৬ লাখেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। ১৬ কোটি যোগ্য ভোটারের মধ্যে ৮.০৮ কোটি পুরুষ এবং ৭.৮ কোটি মহিলা। তাদের মধ্যে ৩৪ লাখেরও বেশি ভোটার প্রথমবারের মতো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।